নিজস্ব প্রতিনিধি
শিবচর পৌরসভার নির্বাচনে আচরনবিধি ভঙ্গের অভিযোগে এক কাউন্সিলর প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে ভ্রাম্যমান আতালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৌরসভার ১ নং ওয়ার্ডের (পানির বোতল প্রতীক) প্রার্থী আকতার হোসেন খানকে জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আজ সকালে তার নির্বাচনী এলাকায় সুসজ্জিতভাবে লোকজন নিয়ে উঠান বৈঠকে করছেন।এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান উপস্থিত হয়ে জরিমানা করেন।
উল্লেখ,পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ভোটার ১৭৯১৮ জন।এর মধ্য ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯ শ ৬১ জন পুরুষ ভোটার নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Leave a Reply