আবু সালেহ রওসাদ,ষ্টাফ করেসপন্ডেন্টঃ
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের জলাশয়ে পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে উপজেলার ১৩ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০৫ শ’ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
শিবচরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামানের সার্বিক তত্বাবধানে ও শিবচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএম আতাউর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আওলাদ হোসেন খান,মেয়র, শিবচর পৌরসভা,রিপন কান্তি ঘোষ, জেলা মৎস্য কর্মকর্তা ও ফাহিমা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান,শিবচর।
শিবচর উপজেলা সহকারি কমিশনার(ভুমি) এম. রাকিবুল হাসানসহ শিবচর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply