মোঃ সিহাবউদ্দিন, শিবচরনিউজ২৪.কম
শিবচরে সড়ক দূর্ঘটনায় সাদভী (২০) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) দুপুর ১২ টার দিকে ঢাকা -খুলনা মহাসড়কে শিবচরের পাচ্চর গোলচত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাদভী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও ঢাকা কলেজ থেকে এ বছরের এইচএসসি পরিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হয় সাদভী।দুপুরের দিকে মোটরসাইকেলটি কাঠালবাড়ি ঘাট পার হয়ে ঢাকা -খুলনা মহাসড়কের পাচ্চরে দ্রুত গতিতে টেনে নিয়ন্ত্রন হারিয়ে গোলচত্বরের উপরে উঠিয়ে দিলে সে গুরুতর আহত হয়। এসময় গোলচত্বর দ্বায়িত্বরত শিবচর হাইওয়ে পুলিশের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্বার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন।পরে তাকে ফরিদপুরে নেওয়ার পথে দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্বার করে।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ওসি ওহিদুজ্জামান ঘটনার সততা নিশ্চিত করে বলেন,আমরা মরদেহটি উদ্বারকরেছি।তার আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে।মরদেহটি ময়নাতদন্ত করার জন্য মাদারীপুরে প্রেরন করা হবে।
Leave a Reply