উপজেলা করেসপন্ডেন্টঃ
আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদের উপ-নির্বাচন উপলক্ষ্যে শিবচরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন আওয়ামীলীগ প্রার্থী আব্দুল লতিফ মোল্লা।
শনিবার(১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে প্রায় দুই ঘন্টা ব্যাপি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা আসন্ন নির্বাচনে সাংবাদিকদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহব্বান জানিয়ে বলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নির্বাচনে জয় লাভ করলে গরীব-দুঃখী মানুষের পাশে থেকে পূর্বের ন্যায় কাজ করে যাবে।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ মোল্লা বলেন,’শিবচরের উন্নয়নে আওয়ামীলীগের বিকল্প নাই। চীফ হুইপ নূর ই আলম চৌধুরীর কল্যাণে শিবচর একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা। শিবচরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার বাস্তবায়ন ও মানুষের নৈতিক মূল্যবোধের উন্নয়ণের জন্য কাজ করে যাবো।’
এসময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা.মো. সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান, শিবচর প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক, সাধারন সম্পাদক প্রদ্যুত কুমার সরকারসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং আওয়ামীলীগ নেতাকর্মীরা।
Leave a Reply