শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচরে নতুন করে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খোলার জন্য সময়সীমা নির্ধারন করেছে উপজেলা প্রশাসন
শনিবার (৩০ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনী,আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দদের এক সভায় এসকল সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা প্রশাসনের সিদ্বান্ত অনুযায়ী আগামী ৩১ মে থেকে সরকারের সিদ্বান্ত অনুযায়ী দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্বান্ত গ্রহন করা হয়।
সভায় নিত্যপ্রয়োজনীয় দোকান ১ ঘন্টা বাড়িয়ে সকাল ৭ টা থেকে ১২ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বিপনী বিতান,গার্মেন্টস, সেলুনসহ অন্যান্য দোকান খোলা সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত খোলা রাখার সিদ্বান্ত নেওয়া হয়েছে।তবে হোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুডসহ অন্যান্য দোকান খোলা থাকবে সকাল ৮টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত খোলা রাখা হবে।
এদিকে শারীরিক দূরত্ব নিশ্চিতে কাঠালবাড়ি শিমুলিয়া রুটসহ এ উপজেলার সকল গনপরিবহন ও নৌযানে ধারনক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন নিশ্চিত করার ঘোষনা দেয়া হয়েছে। এসকল যানবাহন ও নৌযানে প্রতি ট্রীপে স্প্রে দিয়ে জীবানুনাশ বাধ্যতামূলক করা হয়েছে।
সভায় শিবচর উপজেলা চেয়ারম্যান মোঃ সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আঃ লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, ওসি আবুল কালাম আজাদসহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।
Leave a Reply