আবু মুসা রওসাদ,স্টাফ করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম
করোনা মোকাবেলায় সরকারি বিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করায় শিবচর উপজেলা প্রশাসনের অভিযানে শিবচরের ৩ টি বাজারে ৭ জন দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার শিবচর পৌরবাজার, পাচ্চর বাজারের সোনার বাংলা মার্কেট ও বাংলাবাজার এ শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে রেডিমেড গার্মেন্টস ,কসমেটিক্স, জুতার দোকান, মুদির দোকান নির্ধারিত সময়সীমার বাইরে খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে এসব বাজার থেকে ৭ টি দোকানে সর্বমোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. রকিবুল হাসান জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।এছাড়াও সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।
Leave a Reply