নিজস্ব প্রতিবেদক,শিবচরনিউজ২৪
“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সসমতার’ এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরের শিবচরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুনের পরিচালনায় ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার ও বিশেষ অতিথি হিসেবে মাদারীপুর জেলা পরিষদ সদস্য আয়েশা সিদ্দিকা মুন্নী উপস্থিত ছিলেন।
এসময় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারীসহ শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply