শিবচরনিউজ২৪ডেস্কঃ
মাদারীপুর জেলার শিবচরে গরিব ও অসহায় ব্যক্তিদের পাশে দাড়িয়েছে শিবচর উপজেলা ছাত্রদল।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের অর্থায়নে শিবচর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরীর তত্বাবধায়নে উপজেলার বিভিন্ন এলাকায় ত্রান বিতরন করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে উপজেলার পাচ্চর, মাদবরেরচর, সন্ন্যাসীরচর ও বন্দোরখোলা ইউনিয়নে প্রায় শতাধিক পরিবারের মধ্য চাল বিতরন করা হয়। এসময় তারা সামাজিক দুরত্ব বজায় রেখে অসহাদের বাড়ি বাড়ি গিয়ে চাল বিতরন করেন।
জানা যায়, গত একমাস ধরে শিবচরের ৪টি এলাকায় প্রায় ৭৮ হাজার মানুষ নজরদারিতে রয়েছে। শিবচর পৌর বাজারসহ ঝুঁকিপূর্ণ ২টি ওয়ার্ড ও ২টি ইউনিয়নের ২ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় পুলিশ পাহাড়ায় রেখে মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।
এদিকে এসব এলাকাসহ শিবচর উপজেলার পুরো এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান টানা ২৮ দিন ধরে বন্ধ রয়েছে। এতে শিবচরের সকল এলাকায় কমছে লোকজনের সমাগম।
শিবচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় তাদের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমানের অর্থায়নে গরিব অসহায় এমন শতাধিক পরিবারের মধ্য প্রত্যক পরিবারের মধ্য ২০ কেজি করে চাল বিতরন করা হয়।
এ সময় তাদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দিপু হাওলাদার,ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী, ছাত্রদল নেতা মুঞ্জিল শিহাব, মোঃসুমন ফকির,পাভেল সরদার,দেলোয়ার হোসেন ও সুজেল শেখসহ শিবচর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।
Leave a Reply