চান্দেরচর ব্যুরো,শিবচরনিউজ২৪.কম
শিবচরে নুর হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
রবিবার (৯ আগষ্ট) দুপুরে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের টেংরামারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন ওই গ্রামের খোকন কোটারীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দুপুরে পরিবারের সবার অজান্তে নুর হোসেন তাদের বসতঘরের পিছনে আম গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে জুলে থাকে।পরে পরিবারের লোকজন আমগাছের সাথে নুর হোসেনকে জুলে থাকতে দেখে।এসময় এলাকাবাসী গাছ থেকে নামিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করে।কিন্তু তখনি সে মারা যায়। খবর পেয়ে ভদ্রাসন তদন্ত কেন্দ্রের পুলিশ এসে মরদেহটি উদ্বার করে।
তবে বিকেল সাড়ে পাঁচটার (এ রিপোর্ট লেখা পর্যন্ত) ভদ্রাসন তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক ফরিদ হোসেনের সাথে কথা হলে,তিনি বলেন, “আমরা খবর পেয়ে মরদেহটি উদ্বার করি।তবে কি কারনে ঘটনা ঘটলো তা আমরা জানান চেষ্টা করছি”
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,আমরা মরদেটির ময়না তদন্ত করার জন্য মাদারীপুরে পাঠাচ্ছি।তবে ঘটনাটি তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply