শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
বাংলাদেশে সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মাদারীপুর জেলার শিবচরে উপজেলার কাদিরপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার কাদিরপুর বাজার মাঠে এ কৃষক সমাবেশ করা হয়।
শিবচর উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাড. নাসীর উদ্দিন বেপারী।
শিবচর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মো: লিটন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক উজ্জ্বল আলম, ও যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন সুমন।
এসময় বক্তারা কৃষকদের মানোন্নয়ন ও তাদের বিভিন্ন সহযোগিতার করবেন বলে জানান।এছাড়াও তারা বিগত সরকারের দূর্নীতি বিষয় বিভিন্ন বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর মাষ্টারসহ ছাত্রদলের, যুবদলের নেতাকর্মীরা।
Leave a Reply