শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচরে করোনা উপসর্গ নিয়ে লাবলু শিকদার নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। এই বৃদ্ধের করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করেছে শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার গোপালপুরের ছলেমান শিকদারের ছেলে।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক ঘোষ জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৃদ্ধকে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।
তিনি আরও জানান মৃত ব্যাক্তির স্বজনরা ঐ ব্যাক্তির করোনা উপসর্গ ছিলো দাবি করলে আমরা তার নমুনা সংগ্রহ করেছি, করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হবে।
অন্যায় ও দূর্নীতির খবর শিবচরনিউজ২৪.কমকে দিয়ে সেবা নিন।
Leave a Reply