1. : deleted-e5fzDXca :
  2. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  3. jmitsolutionbd@gmail.com : jmmasud :
  4. : wp_update-1720111722 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

শিবচরে করোনায় নতুন আক্রান্ত ৩, মোট আক্রান্ত ১৪৭-শিবচরনিউজ২৪

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৩.৫১ পিএম
  • ৭০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪ ডেস্কঃ

করোনায় শিবচরে দুই স্বাস্থ্যকর্মীসহ (১৩ জুলাই) নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে।আর এইনিয়ে শিবচরে মোট আক্রান্তের সংখ্যা ১শ ৪৭।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো গত ৯ জুলাই ১৫ জনের পাঠানো রিপোর্ট সোমবার উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এতে নতুন করে ৩ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন কর্মরত উমেদপুর ও সন্ন্যসিরচর এলাকার কমিউনিটি ক্লিনিকে কর্মরত ২ জন সিএইচসিপি ও উপজেলার জৈনন্দিন বেপারীর কান্দি এলাকার এক জনসহ মোট তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ বিভাগ আরো জানান, আজ ৩ জন নিয়ে এ পর্যন্ত শিবচরে ১ শ ৪৭ জন করোনায় আক্রান্ত হলো এদের মধ্য ৭ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2022
Don`t copy text!