শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা,এক ইলেকট্রনিক শোরুমের মালিক, এক ব্যাংক কর্মচারী, এক ইউপি সচিব, ওষুধের দোকানের কর্মচারীসহ ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
আর এই নিয়ে শনিবার (২৭ জুন) পর্যন্ত শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১০৮ এ।
আক্রান্তদের মধ্যে ১৭ তারিখের নমুনা পাঠানো রিপোর্ট ৮ জন ও ২০ তারিখের নমুনা পাঠানো রিপোর্টে ৪ জন শনাক্ত হয়।এদের মধ্য পৌরসভায় ৪ জন,উমেদপুরে ২ জন,দ্বিতীয়খন্ডে ১জন,নিলখীতে ১ জন, ভদ্রাসনে ১ জন, কাদিরপুর ১ জন ও বহেরাতলায় ১ জন ও কানাইপুর গ্রামে ১ জনসহ মোট ১২ জন সংক্রমিত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১৭ ও ২০ জুন ঢাকায় পাঠানো নমুনা থেকে শনিবার ৩২ জনের নমুনা রিপোর্ট শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। আক্রান্তদের বাড়ি লকডাউন করে হোম আইসোলেশন নিশ্চিত করার প্রস্তুতি চলছে ।
উল্লেখ এ পর্যন্ত শিবচরে ১শ ৮ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ৪১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ৪ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply