শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
এবার শিবচরে এক পুলিশ সদস্যর করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। তবে কোথা থেকে পুলিশ সদস্য আক্রান্ত হলো তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
এদিকে সনাক্ত হওয়া পুলিশ সদস্যর সংস্পর্শে আসা আরো ৬ পুলিশ সদস্যসহ সহকারী পুলিশ সুপার কার্যালয়ের (শিবচর সার্কেল) অধিকাংশ পুলিশ সদস্য কার্যত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে।
স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (২৫ মে) করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী শিবচর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের কর্মরত এক পুলিশ সদস্য করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এই পুলিশ সদস্য সহকারী পুলিশ সুপার কার্যালয়ের আভ্যন্তরীন কাজে কর্মরত রয়েছেন
এনিয়ে শিবচরে করোনা ভাইরাস আক্রান্ত হলো ২৮ জন। যাদের মধ্যে ৩ জন মারা গিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস বলেন, গতকালের রিপোর্টে ওই পুলিশ সদস্যর করোনা পজিটিভ এসেছে। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, আক্রান্ত পুলিশ সদস্য অফিসেই থাকতো। কিভাবে আক্রান্ত হলো তা বুঝা কঠিন। তাকে হোম আইসোলেশনে ও ৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে
Leave a Reply