সোহাগ মিয়া,মাদবরেরচর থেকেঃ
শিবচরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার(২০ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশ রশি গ্রামের ফারুক ফকিরের ছেলে ও স্থানীয় রিয়াজউদ্দিন মাদবরেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে নাসিরের মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল ইব্রাহিম। এসময় হঠাৎ করেই একটি দ্রুতগতির ইজিবাইক তার উপর দিয়ে উঠে যায়। এতে মাথায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তবে এলাকাবাসী ইজিবাইক চালককে আটক করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান,’ ইজিবাইকের চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
Leave a Reply