শিবচরনিউজ২৪ ডেস্কঃ
শিবচরের ভদ্রাসন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে গেছে।
রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে ভদ্রাসন হাই স্কুল এলাকায় এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী ও শিবচর ফায়ার স্টেশন সুত্রে জানা যায়, রবিবার রাত ১২ টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এলাকাবাসী ও ফায়ার সার্বিস যৌথ চেষ্টায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবচর ফায়ার স্টেশনের ইনচার্জ শ্যামল বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রন করি।এ বিষয়ে তদন্তের আগে সুনিদির্ষ্টভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
Leave a Reply