আবু মুছা রওশাদ,ষ্টাফ করেসপন্ডেন্টঃ
শিবচরের রাজারচরে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় যুব সমাজ, ইসলাম প্রিয় জনতা সহ উলামায়ে কেরাম।
এ সময় রাজারচরের বিভিন্ন এলাকার ধর্মপ্রান মুসুল্লিগন মিছিলে যোগদান করেন।
প্রায় তিন হাজার মুসলিম জনতার উপস্থিতি হয় মিছিলে।
বিক্ষোভ মিছিলটি রাজারচর নিউ শিকদার হাট (মালের হাট) থেকে শুরু হয়ে প্রায় তিন কিঃমিঃ পথ প্রদক্ষিণ করে পূনরায় রাজারচর নিউ শিকদার (মালের) হাট বাজারে এসে উপস্থিত বক্তব্য ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
স্থানীয় যুবক জাহিদ হাসান বলেন
নবী মুহাম্মদ (সঃ) এর নামের অপমান সহ্য করতে না পেরে আমরা যুব সমাজ রাস্থায় নেমে এসেছি
অতি দ্রুত ফ্রান্সকে সবাই বয়কট করুন।
আরোক যুবক নাসির হোসেন বলেন, নবীর প্রতি অবাধ ভালোবাসা অন্তরে স্থাপনের মধ্যদিয়ে আজকের এই বিক্ষেভ মিছিলে যোগদান, আমরা ফ্রান্সের পণ্য বয়কট করেছি, এবং আমরা চাই এটা রাষ্ট্রীয় ভাবে ঘোষনা করা হোক।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্দরখোলা আশরাফুল মাদরাসার মাওলানা মঈনুল ইসলাম ফরিদি, এবং সভাপতিত্ব করেন ফরায়েজী আন্দোলন সন্যসিরচর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান।
সম্প্রতি ফরাসি বিতর্কি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি এবদো হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে ব্যঙ্গত্মাক কার্টুন ছাপায়। এর জেরে বিশ্বের বিভিন্ন দেশ প্রতিবাদ জানায়। যদিও ‘ইসলামি বিচ্ছিন্নতাবাদ’ কঠোর হস্তে দমনেরও ঘোষণা দেন তিনি। কার্টুন প্রকাশে বন্ধের আহ্বানের বিষয়ে তিনি বলেন, কার্টুন প্রকাশনা তিনি বন্ধ করতে পারবেন না। কার্টুন প্রকাশ বন্ধ করাকে স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত বলে মন্তব্য করেন তিনি। ফরাসি জাতি নিজেদের মূল্যবোধ বিসর্জন দেবে না বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিবাদে বিশ্বের অধিকাংশ দেশ ফরাসি পণ্য বয়কট অব্যাহত রাখে। ইসলাম ধর্ম নিয়ে ম্যাক্রোঁ’র এমন কাণ্ডে কঠোর প্রতিবাদ জানায় জাতিসংঘও।
Leave a Reply