শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচর পৌর বাজারে তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তিনটি খাদ্য প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে মোবাইল টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
সূত্রে জানা যায়, শিবচর পৌরবাজরের ‘মেসার্স সমেন সাহা স্টোরে ‘ধার্য্যকৃত মুল্যের অধিক মুল্যে পন্য বিক্রির অপরাধে ৬ হাজার ও একই অপরাধে বাজারের সামসুল আলমের মালিকানাধীন ‘সাকিল স্টোরে’ ৮ হাজার,এছাড়া ‘সম্রাট ফল ভান্ডারের’ মালিক মোঃ রফিকুল কে মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাদে ১ হাজার টাকা জরিমানাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাজার তদারকি এই অভিযান আরো উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফজলুল হকসহ শিবচর থানা পুলিশের একটি দল।
Leave a Reply