শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচরের ডিক্রীচর এলাকার একটি পাটক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় এক অজ্ঞাত যুবক উদ্বার করেছে এলাকাবাসী।
বুধবার (৩ জুন) সকালে ওই যুবককে অজ্ঞান অবস্থায় উদ্বার করা হয়।তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫/৪৫ বছর।
এছাড়া যুবকের মাথা ও পায়ের হাটুতে আঘাতের চিন্হ রয়েছে। তার পরনে সাদা চেক ফুল সার্ট ও লুঙ্গী পড়া রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় সকালে ডিক্রিচর এলাকার অহেদ মৃধার বাড়ি সংলগ্ন একটি পাটক্ষেত ক্ষেতে সকালে এলাকাবাসী এক যুবককে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ ও এলাকাবাসী যুবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশ্বাঙ্ক চন্দ্র ঘোষ জানান,সকালে এক যুবকে হাসপাতালে অজ্ঞান অবস্থা ভর্তি করানো হয়।তার বয়স আনুমানিক ৪০/৪৫ হবে।তাকে আমরা চিকিৎসা দিচ্ছি।তার অবস্থা এখন ভালো।
ভদ্রাসন তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোক্তার হোসেন জানান,সকালে খবর পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি।তারা এলাকাবাসীর সহায়তায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply