করোনা ভাইরাসের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা মাদারীপুর জেলার শিবচর উপজেলার জনসাধারনকে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।
রবিবার (২২ মার্চ) মুঠোফোনে শিবচরের সাংবাদিকদের কাছে শিবচরবাসীকে সতর্ক থাকার এ অনুরোধ জানান তিনি।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রশাসনের সকল নির্দেশ মেনে চলতে হবে। সবাইকে সতর্ক ও পরিচ্ছন্ন থাকতে হবে। অপ্রয়োজনে বাইরে চলাফেরা থেকে বিরত থাকতে হবে।’
এসময় তিনি সরকারি সকল নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেন শিবচরবাসীকে।
এদিকে গত বৃহস্পতিবার বিকেল থেকে পৌর এলাকার ২ টি ওয়ার্ড এবং পাঁচ্চর ও বহেরাতলা ইউনিয়নের ২ টি গ্রামকে কনটেইনমেন্ট ঘোষনা করা হয়।
শুক্রবার থেকে পুরোপুরি ভাবেই ৪ টি এলাকাকে বাইরের এলাকা থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। ওই সকল এলাকায় কাউকে প্রবেশ এবং বের হওয়ার পথ বন্ধ করা হয়েছে। এছাড়া পুরো উপজেলাতেই লোকজনের চলাচল সীমিত দেখা গেছে। শুধু নিত্য প্রয়োজনীয় পন্য ছাড়া অন্যসব দোকানপাট বন্ধ রয়েছে। চিহিৃত এলাকায় পুলিশের অবস্থান রয়েছে। এছাড়াও অতিরিক্ত আড়াই শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে উপজেলাজুড়ে।
এছাড়াও জেলা প্রশাসকসহ উধ্বর্তন কর্মকর্তারা শিবচরে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আইইডিসিআর এর একটি টিম শিবচর ও মাদারীপুরে অবস্থান করছে।
Leave a Reply