মাদারীপুর প্রতিনিধিঃ
দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তারা প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের লেকেরপাড়ের শহীদ কানন চত্ত্বরে এই কর্মসূচী পালন করা হয়। প্রথম আলো বন্ধুসভা মাদারীপুর-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবী জানান। পাশাপাশি তাকে হেনস্তার ঘটনায় জড়িতের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার মাদারীপুরের সভাপতি সোহেল রানা, এটিএননিউজ-এর মাদারীপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম খান, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক আরাফাত হাসানসহ অনেকেই।
সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রনালয়ে যান দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলাম। পরে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে কয়েক ঘন্টা তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। তার বিরুদ্ধে ওই অভিযোগে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাতে প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগে মামলা করে স্বাস্থ্য মন্ত্রনালয়। পরে মঙ্গলবার সকালে পুলিশ ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিমের আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামী বৃহস্পতিবার তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
Leave a Reply