রাজৈর করেসপন্ডেন্টঃ
রাজৈর পৌরসভা নির্বাচনে মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে ২ মেয়র প্রার্থীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান আরো জানান, মঙ্গলবার ছিল রাজৈর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। এদিন যাচাই বাছাই শেষে ত্রুটি থাকার কারনে মেয়র প্রার্থী পৌর আ.লীগের যুগ্ম আহবায়ক গোপা শারমিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী সেলিনা জাহাঙ্গীর ও সাধারন কাউন্সিলর ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ পৌরসভায় মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে সাধারন কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দীতা করছেন। এ পৌরসভায় আগামী ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ১০ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Leave a Reply