শিবচরনিউজ২৪ডেস্ক:
করোনা ভাইরাস মোকাবিলায় কর্মহীনদের সহায়তার লক্ষ্যে সরকার ঘোষিত ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত করেছে খাদ্য মন্ত্রণালয়
সোমবার (১৩ এপ্রিল) খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এ তথ্য নিশ্চিত করেছেন।
খাদ্য সচিব জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত থাকবে। একদিন বিক্রির পরই আমরা ঢাকা ও নারায়ণগঞ্জে বন্ধ রেখেছিলাম। এ কর্মসূচি স্থগিত করার আরেকটি কারণ হচ্ছে মানুষের গ্যাদারিং। এতে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন হলে এটা ফের চালু করা হবে। এখন ত্রাণের দিকেই জোরটা বেশি।
Leave a Reply