মাদারীপুর প্রতিনিধিঃ
মহামারী করোনা সংক্রমণ থেকে নিরাপদে থাকতে ও করোনা সংক্রমন রোধে মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে অটোচালক, রিক্সা চালক, ভ্যান চালকসহ জনসাধারনের মাঝে ২ শতাধিক উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকায় সংগঠনটির কার্যালয়ের সামনে এ মাস্ক বিতরণ করা হয়।
মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল এ মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুর রহমান মোল্লা, এস এম তানবীর, এইচ এম আজগর, এস এম আজাহার হোসেন, প্রিন্স মাহমুদ সবুজ প্রমুখ।
উল্লেখ্য মৈত্রী মিডিয়া সেন্টারের উদ্যোগে করোনাকালীনসহ বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করা হয়
Leave a Reply