মাদারীপুর করেসপন্ডেন্ট,শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
মাদারীপুরে সাংবাদিকদের মাঝে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়।
শনিবার বেলা ১১টার সময় মাদারীপুরে বাচ্চু ভুঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে শহরের ভুঁইয়া কমিউনিটি সেন্টারে মাদারীপুর জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রিনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বনিক সমিতির সাধারন সম্পাদক, সিরাজুল ইসলাম বাচ্চু ভুঁইয়ার ভুঁইয়ার জ্যৈষ্ঠ পুত্র ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মনিরুল ইসলাম তুষার ভুঁইয়া।
মনিরুল ইসলাম তুষার ভুঁইয়া বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কঠিন সময় পার করছে মানুষ। এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মতো সাংবাদিকরাও ঝুঁকি নিয়ে মাঠে সংবাদ সংগ্রহের কাজে থাকেন। তাই তাদেরও পেশাগত নিরাপত্তার দরকার রয়েছে। বিষয়টি মাথায় রেখে বাচ্চু ভুঁইয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে জেলার কর্মরত সাংবাদিকদের জন্য পিপিই, হ্যান্ড স্যানিটাইজার উপকরণ বিতরন করেছে।
তিনি আরও বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। পাশাপাশি মধ্যবর্তী পরিবার গুলো। এমতাবস্থায় তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছি। এবং আগামীতেও এধারা অব্যাহত থাকবে।
Leave a Reply