মাদারীপুর করেসপন্ডেন্টঃ
মাদারীপুরে বৃহস্পতিবার নতুন করে দুই মহিলাসহ ৪ জন করোনায় আক্রান্ত হয়ে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৫৭ জন। আক্রান্ত তিনজন রাজৈরের লুন্দি গ্রামের ও একজন মাদারীপুর সদরের।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের বয়স ২০, ৩৭, ৫০, ৮৫ বছর। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালের এক নার্সের স্বামী রয়েছেন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈরের লুন্দি গ্রামে মসজিদের ইমামের সংস্পর্শে আসা আরো তিন জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে ইমামের সংস্পর্শে ১২ জন করোনায় আক্রান্ত হলো। আক্রান্তদের চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। একজন পুরুষ রয়েছেন যার বয়স ৮৫ বছর।
Leave a Reply