ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,মাদারীপুর।
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সুলতান বেপারী (৭৫) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সুলতান বেপারী সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের মৃত সাবের বেপারীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, সুলতান বেপারীর সাথে একই এলাকার আব্দুল আলী বেপারীর দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় আব্দুল আলীর নেতৃত্বে চালায় ইব্রাহীম, দোলোয়ার, মিজানসহ বেশ কয়েকজন সুলতান বেপারীর ওপর অতর্কিত হামলা চালান।পরে গুরুতর অবস্থায় পরিবার ও এলাকার লোকজন তাকে উদ্বার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তিনি মারা যান ।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অভিযোগ পেলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।
Leave a Reply