ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৯ জুলাই) নতুন করে আরও ১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, রাজৈর ২ এবং শিবচর একজন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৯ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৭২৯ জন।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (১৯ জুলাই) নতুন করে আরও ১৭ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৯ জন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৭২৯ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ফলাফল প্রাপ্ত হয়েছে ১৩৯টি এবং নমুনা প্রেরণ করা হয়েছে ৭০টি। জেলায় মোট নমুনা প্রেরণ করা হয়েছে ৭১২৪টি এবং মোট ফলাফল প্রাপ্ত হয়েছে ৭০৫৪টি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩১৯ জন। এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৫ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়া প্রক্রিয়াধীন।
স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০৮০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪৩৩ জন, শিবচর উপজেলায় ১৭৪ জন, রাজৈর উপজেলায় ২৯৮ জন এবং কালকিনি উপজেলায় ১৭৬ জন।
Leave a Reply