মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে অসহায় ও দুস্থ ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তকেন্দুয়া ইউনিয়নের বাহাদুরপুরে জয়কলি পাবলিকেশন্স’এর উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরনের কার্যক্রমের আয়োজন করে চিন্তাহরণ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন।
নিরাপদ দুরুত্ব রেখে সারিবদ্ধভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। এছাড়া বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবী কর্মীরা এতে উপস্থিত ছিলেন। খাদ্য সহয়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, ওষুধসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়। করোনা ভাইরাস আতঙ্কে হাজার হাজার মানুষ গৃহবন্দি হয়ে পড়ে। বিনামূল্যে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।
Leave a Reply