সৌদি আরবের মক্কায় মাতার গ্রুপ অব হোটেলের চেয়ারম্যান ও ব্যবসায়ী আব্দুল হাকিমের অর্থায়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় তিনি প্রবাসীদের সাহায্যে এগিয়ে আসার জন্য অন্যান্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি সরকার জরুরি অবস্থা ঘোষনা করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার পরও দেশটিতে বেড়েই চলছে ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বন্ধ ঘোষনা করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানসহ সবকিছু।
এতে পবিত্র মক্কা শহরে বসবাসরত বাংলাদেশীরা গৃহবন্দী অবস্থায় দিনযাপন করছেন। ফলে রুম ভাড়া ও খাওয়া খরচ মেটাতে হিমসিম খাচ্ছেন তারা।
শনিবার (১১ এপ্রিল) মক্কা নগরীর অসহায় হয়ে পড়া প্রবাসীদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন বাংলাদেশের চট্টগ্রাম শহরের ফিরিঙ্গিবাজারের মরহুম আব্দুল জব্বারের বড় ছেলে ও মক্কার সফল ব্যবসায়ী আব্দুল হাকিম।
এসময় তিনি, প্রবাসীদের সাহায্যে এগিয়ে আসার জন্য মক্কার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
ত্রানসামগ্রী হাতে পেয়ে আব্দুল হাকিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা।
চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত প্রবাসীদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানিয়েছেন আব্দুল হাকিম।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।
Leave a Reply