আবু মুছা রওশাদ,ষ্টাফ করেসপন্ডেন্ট
বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত ,শাইখুল ইসলাম,হাজী শরীয়াতুল্লাহ এর স্মৃতি বিজোড়িত তীর্থস্থান মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর ময়দানে তিন দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুরু হয়েছে ।
বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারী সকাল থেকে শুরু হয়ে আগামী শনিবার রাতে দেশ-জাতীর শান্তি-সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।
তিন দিন ব্যাপি মাহফিল পরিচালনা করবেন হাজী শরিয়ত উল্লাহ (রহ)এর ৭ম পুরুষ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাও. আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব বাহাদুরপুর।এছাড়াও ৭৬ তম বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) আস্তানার বর্তমান গদীনশীন পীরসাহেবের ইমামতিতে দেশের অন্যতম বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাহফিল পরিচালনা কমিটির সুত্রে জানা যায় , বাহাদুরপুর আস্তানার ৭৬ তম বার্ষিক মাহফিল উপলক্ষে মাহফিলস্থলের ৮ টি সুবিশাল বিস্তৃত ময়দানে ছামিয়ানা দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন প্যান্ডেল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে নিরাপত্তার ব্যবস্থা। আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল ক্যাম্প ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যাবস্থা। মুসল্লীদের ওযু-গোসলের জন্য তৈরী করা হয়েছে ময়দানের পুকুরের চারপাশ ঘিরে ৪টি পাকাঘাট,বিদেশী মেহমানদের অবস্থানের জন্য প্রস্তুত রাখা হয়েছে হাজী শরীয়াতুল্লাহ রেষ্ট হাউস,কওমী মাদরাসার মেহমানখানা। এছাড়া মাহফিলে আগত সকল মুসল্লীদের জন্য স্বল্পমূল্যের টিকিটের মাধ্যমে মান সম্মত খাবার পরিবেশনের ব্যবস্থাও গ্রহন করেছে মাহফিল কর্তৃপক্ষ।ইতমধ্য দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ আসতে শুরু করেছে বলে জানান কতৃপক্ষ।
Leave a Reply