শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের বাজেহারচর হাওলাদার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে কোরান খতম, দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৬ সাল থেকে পারিবারিক ভাবে এই পরিবারটি প্রতি বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে কোরান খতম ও দোয়ার আয়োজন করে আসছে।
জানা গেছে, কেন্দ্রীয় শ্রমিকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচএম মোতালেব এর মাতা বঙ্গবন্ধুর শাহাদাতের পর ১৯৭৬ সালে তার মৃত্যু বার্ষিকীতে নিজ বাড়িতে কোরান খতম, দোয়া ও মিলাদের আয়োজন করেন। তখন গ্রামে বিষয়টা ‘শিরনি’ নামে পরিচিত ছিল। বাড়ির আশেপাশের ধার্মিক মহিলাদের নিয়ে নিভৃতে দোয়া ও মিলাদের মাধ্যমে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করতেন তারা।
এর পর থেকে প্রতি বছরই তিনি ঘরোয়া ভাবে এই আয়োজন করে থাকতেন। দীর্ঘদিন ধরেই ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধুর নামে দোয়া ও কোরান খতম রেওয়াজে পরিণত হয়েছে দত্তপাড়ার বাজেহারচর হাওলাদার বাড়িতে। সেই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী ওই বাড়িতে কোরান খতম, দোয়া ও মিলাদের আয়োজন চলে। বিকেলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
এ সময় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুরাদ মিয়া, দত্তপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চৌধুরী পান্নু মিয়া, বীরমুক্তিযোদ্ধা শাজাহান চৌধুরী,দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম লিক্সন, স্থানীয় হাফেজ-মুফতিসহ মসজিদের ইমাম ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় শ্রমিকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচএম মোতালেব বলেন,’১৯৭৬ সালে আমার মা প্রথম ঘরোয়া ভাবে বঙ্গবন্ধুর জন্য দোয়া ও শিরনির আয়োজন করেন। এরপর থেকে নিয়মিত মায়ের এই আয়োজন চলতো। পারিবারিক ভাবে দীর্ঘদিন ধরেই আমাদের বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী(দাদা ভাই) এর নামে দোয়া ও কোরান খতমের আয়োজন চলে আসছে।
আমার মা যতদিন বেঁচে ছিলেন তিনিই পুরো আয়োজন দায়িত্বের সাথে সম্পন্ন করতেন। তার মৃত্যুর পর আমরা ধারাবাহিক ভাবে কোরান খতম ও দোয়ার আয়োজন করে আসছি।’
তিনি আরো বলেন,’বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর জন্য কোরান খতম ও দোয়ার পাশাপাশি মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য চীফ হুইপ নূর ই আলম চৌধুরীর পিতা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এবং চীফ হুইপের ভগ্নিপতি অসুস্থ থাকায় তার জন্যও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।’
Leave a Reply