খালিদ জিহাদ খানঃ
মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া রুটে স্পিডবোট দূর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনার প্রধান আসামিকে চালক শাহ আলমকে
গ্রেফতার করেছে নৌপুলিশ।
রবিবার (১৬ মে) বিকেলে ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ছাড়পত্র নেবার পর রাতে নৌপুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতেই শিবচর থানায় তাকে সোপর্দ করেছে।আজ সোমবার তাকে মাদারীপুর আদালত তোলা হবে বলে জানিয়েছে
শিবচরের চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ি।
নৌ পুলিশ ফাঁড়ি সূত্র আরো জানিয়েছে, স্পিডবোট দূর্ঘটনার পর গুরুতর আহত হন চালক শাহআলম। ডোপটেস্টের মাধ্যমে তার মাদক গ্রহনের বিষয়টি স্পষ্ট হলে দূর্ঘটনার পেছনে মাদকাসক্ততার সম্পৃক্ততা মেলে।ওই সময় গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসা শেষে সুস্থ্য হলে গত রবিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন চিকিৎসক।
চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন,’মূলত প্রধান আসামি চালক শাহ আলমকে ঘটনার পরই গ্রেফতার করা হয়। তবে গুরুতর আহত থাকায় তার চিকিৎসা করানো হয়। সুস্থ্য হয়ে উঠলে তাকে রবিবার রাতে ঢাকা থেকে এনে শিবচর থানায় সোপর্দ করা হয়। সোমবার তাকে মাদারীপুর আদালত তোলা হবে।’
গত ৩ মে সকালে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি ডুবে যায় এবং পরে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়।
Leave a Reply