খালিদ জিহাদ খানঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার দায়ে শিবচর উপজেলার কাদিরপুর ও ভান্ডারীকান্দি ইউনিয়নের দুই সদস্য প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার( ভুমি) এম রকিবুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম ধাপে অনুষ্ঠিত শিবচর উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সদস্য পদ প্রার্থীদের নির্বাচনের ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এতে কাদিরপুর ইউনিয়নের সদস্য পদ প্রার্থী আবদুল আলীম মিয়া ও ভান্ডারীকান্দি ইউনিয়নের সদস্য পদ প্রার্থী কামাল হোসেন বিপুল সংখ্যক লোকজন নিয়ে মোটরসাইকেল বহর নিয়ে ফর্ম জমা দিতে আসায় ইউনিয়ন পরিষদ নির্বাচন (আচরণ বিধিমালা ২০১৬) লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত থানার কয়েকজন আনসার সদস্য, উপজেলা পরিষদ ও ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে’
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।এর মধ্য উপজেলার কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করার কথা রয়েছে।
Leave a Reply