শিবচরনিউজ২৪ডেস্কঃ
সারাদেশে প্রায় ২ লাখ মুক্তিযোদ্ধা এবার নববর্ষের ভাতা পাচ্ছেন। ৬৪ জেলায় এক লাখ ৮৯ হাজার ৯০৫ মুক্তিযোদ্ধার জন্য ৩৭ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা ছাড়ের মঞ্জুরিপত্র সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রধান রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
প্রত্যেক মুক্তিযোদ্ধা ২ হাজার টাকা করে নববর্ষ ভাতা পাচ্ছেন।
জেলা প্রশাসকরা তার জেলার অনুকূলে মুক্তিযোদ্ধাদের জন্য বাংলা নববর্ষ ভাতা হিসেবে বরাদ্দ করা অর্থ আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে উত্তোলন করে সোনালী/জনতা/অগ্রণী/বাংলাদেশ কৃষি/রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা’ হিসাব খুলে বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন।
২০১৭ সালের ১২ জুনের জারি করা পরিপত্রের আলোকে জেলা প্রশাসক ফেরত প্রদানকৃত মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ভাতা প্রদান করবেন। যাচাই-বাছাইকালে বিদ্যমান নীতিমালা ও এ বিষয়ে জারিকৃত পরিপত্র আলোকে কোন মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তির যোগ্য বিবেচিত না হলে বরাদ্দ করা অর্থ বিতরণ না করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে জমা দিয়ে মন্ত্রণালয়ে অবহিত করতে হবে।
সম্মানীভাতা উৎসব ভাতা পরিশোধে সব আর্থিক বিধিবিধান ও সরকারের নিয়মাচার অনুসরণ করতে হবে। অর্থব্যয় কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে মঞ্জুরিপত্রে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply