ফরিদপুর করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪ঃ
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ আগষ্ট) বিকাল চারটার দিকে শহরের গোয়ালচামট সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ফরিদপুর শহর কমিটির সভাপতি কামরুজ্জামান রনির পরিচালনায় ও আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি, কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্বা এডভোকেট সুবল চন্দ্র সাহা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, সভাপতি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটি ও ডা: নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখা।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার মহিলা সম্পাদিকা আই ভি মাসুদ,জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অমিতাভ বোস,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শমীর কুমার বোস,ফরিদপুর শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি মুঞ্জুর আলী,ফরিদপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি লিয়াকত হোসেন মোল্লা,সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি তাওফিক হোসেন পুচিসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply