কাঁঠালবাড়ি ব্যুরোঃ
ঘূর্ণিঝড় যশের প্রভাবের কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার -শিমুলিয়া নৌ রুটে সকল নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বিআইডব্লিটিএ ও বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাট সুত্র এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৫ মে) বিকেলে সাড়ে ৫টার দিকে ঝড়ো বাতাস শুরু হলে পদ্মা নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে
লঞ্চ আর ভোররাত থেকে নৌরুটের সকল ফেরী চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিটিএ ও বিআইডব্লিটিসির বাংলাবাজার ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় যশের প্রভাবের কারণে গতকাল বিকেল থেকে নদী উত্তাল। যে কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। । অন্যদিকে গত রাত ১১ টা থেকে রোরো ফেরীগুলো বন্ধ করা হয়।আর ভোর রাত থেকে নৌরুটে চলাচল করা সকল ফেরী গুলো বন্ধ রয়েছে।নদী শান্ত হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে।
এছাড়াও গত (৩ মে) বাংলাবাজার ঘাটের কাছে একটি স্পীডবোট দূর্ঘটনার পর থেকে প্রশাসনের নির্দ্দেশে এই নৌরুটে সকল স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
বরিশাল থেকে ঢাকাগামী যাত্রী মনির হোসেন বলেন,” সকালে ঘাটে এসে জানতে পারি সব কিছু বন্ধ।ঢাকা মেডিকেল কলেজে আমার বোন ভর্তী আছে তাকে দেখতে যেতে হবে”
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,’কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।’আমরা উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই লঞ্চ ছাড়বো”
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরী ঘাটের সহকারী ব্যবস্থাপক সামসুল আবেদীন জানান, “আবহাওয়া খারাপ হওয়ার কারনে রাত ১১ টা থেকে রোরো ও ভোররাত থেকে সকল ফেরী চলাচল বন্ধ রয়েছে”
Leave a Reply