কালকিনি করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভা
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীসহ ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর প্রার্থী হিসাবে ২৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেন।
রোববার (১৭ জানুয়ারী)মনোনয়ন দাখিলের শেষ দিন সন্ধা পর্যন্ত নিজ নিজ নেতাকর্মীদের নিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হালেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস এম হানিফ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) মনোনিত প্রার্থী কামাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. লুৎফর রহমান, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু, দুইজন সতন্ত্র প্রার্থী রুবেল হাসান ও মশিউর রহমান।
নির্বাচন অফিস সুত্রে আরো জানাযায়, কালকিনি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪শত। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১৬ হাজার ৭ শ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩শ জন।নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৭ জানুয়ারি রোববার । মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি, প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারী, প্রতিক বরাদ্দ ২৭ জানুয়ারি ও ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। চতুর্থ ধাপে কালকিনি পৌরসভার নির্বাচন হবে ইভিএম মেশিনের মাধ্যমে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদরউদ্দিন বলেন, আজ সন্ধা পর্যন্ত মেয়র পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর প্রার্থী হিসাবে ২৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন ১২জন।নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।
Leave a Reply