আতিকুর রহমান আজাদ, করেসপন্ডেন্ট করেসপন্ডেন্টঃ
কালকিনিতে দেশীয় অস্ত্রসহ সবুজ তালুকদার(২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত শেষ রাতের দিকে কালকিনির আলি নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সবুজ একই এলাকার হাচেন তালুকদারের ছেলে। সে গাজীপুর ক্যান্টেনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল সবুজের ঘরে অভিযান চালিয়ে মজুদকৃত এসকল দেশীয় অস্ত্র উদ্ধার করে। এসময় ঘরের বিভিন্ন স্থান থেকে ১৩ টি রামদা ও বেশকিছু লোহার পাইপ উদ্ধার করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসিরউদ্দিন মৃধা জানান,’ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য এসকল অস্ত্র-সস্ত্র মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর সবুজকে শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।’
Leave a Reply