ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে শনিবার(১২ সেপ্টেম্বর) সকালে উভয় ঘাট থেকে শুধুমাত্র কেটাইপ ফেরি ছেড়ে গেছে। চ্যানেল কিছুটা সচল হওয়ায় শনিবার সকাল থেকে কে-টাইপ ফেরিগুলো চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করছেন ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, দীর্ঘ আট দিন নাব্যতা সংকটে বন্ধ থাকার পর গতকাল শুক্রবার বিকেলে পরীক্ষামূলক ভাবে একটি রোরো ও ২ টি কেটাইপ ফেরি শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। কে-টাইপ ফেরি দুটো ঘাটে এসে পৌছালেও রোরো ফেরিটি আটকে যায় ডুবোচরে। প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে ফেরিটি ডু্বোচর মুক্ত হতে সক্ষম হয়। এর পর রাতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
পরীক্ষামূলক চলাচলে কে-টাইপ ফেরি চলাচলের পরীক্ষায় উত্তীর্ণ হলেও রোরো ফেরি চলাচলে ব্যর্থ হয়। ফলে শনিবার থেকে শুধুমাত্র কে-টাইপ ফেরি চলাচল করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কাঁঠালবাড়ী ও শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা।
কাঁঠালবাড়ী ফেরি ঘাটের টার্মিনাল সুপারিনেটন্ডেন্ট মো.ফারুক হোসেন বলেন,’ সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে কে-টাইপ ফেরি ক্যামেলিয়া ও কাকলী শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এবং শিমুলিয়া থেকে কে-টাইপ ফেরি কিশোরী কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে রোরো ও ডাম্প ফেরি বন্ধ আছে।’
বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা আহমদ আলী(শিমুলিয়া ঘাট) বলেন,’চ্যানেলে এখনো সমস্যা রয়েছে। রোরো ও ডাম্প ফেরি চলতে পারবে না। তবে কে-টাইপ সকাল থেকে চলাচল শুরু করেছে। আশা করছি সারাদিন কেটাইপ ফেরি চলাচল করতে পারবে।’
Leave a Reply