ডেস্ক রিপোর্ট :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক (পুরুষ) হলেন উপজেলার ৪২ নং পূর্ব সন্ন্যাসীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইদ্রিস আলী ও প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক (নারী) নির্বাচিত হয়ছেন উপজেলা কাদিরপুর ইউনিয়নের ৯৬ নং সোনামিয়া মাদবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লাইলুন নাহার ঝুমুর।
রবিবার বিকেলে শিবচর উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গুনী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে প্রধান ও সহকারী শিক্ষকদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে মো: ইদ্রিস আলী ও সহকারী শিক্ষক ক্যাটাগরিতে লাইলুন নাহার ঝুমুর শ্রেষ্ঠ গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পান।
এব্যাপারে সন্ন্যাসীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী প্রধান শিক্ষক মো: ইদ্রিস আলী বলেন, যে কোনো বিষয়ে স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয়। আমার দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষা বিস্তারে কাজ করছি, ভবিষ্যতে আরো ভাল কাজ করতে চাই। আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সোনামিয়া মাদবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী সহকারি শিক্ষক লাইলুন নাহার ঝুমুর বলেন, আমি অত্যন্ত আনন্দিত।আমি উপজেলা পেরিয়ে জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছি।আগামীতে বিভাগীয় পর্যায়ে সেরা হতে চাই। আমাদের স্কুলের সকল শিক্ষকসহ সবার সহযোগিতায় আমি গুনী শিক্ষকের মর্যাদা পেয়েছি। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আমার এই অর্জন অক্ষুন্ন রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।