মাদারীপুর প্রতিনিধি
তারেক রহমানের মুক্তি উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ সকালে মাদারীপুর সরকারি কলেজে বৃক্ষরোপন করা হয়েছে। এছাড়ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কলেজ প্রাঙ্গনে জমে থাকে বিভিন্ন ময়লা আবর্জনা অপসারন করা হয়। মাদারীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এই কর্মকান্ড পরিচালিত হয়।
কলেজ ছাত্রদল নেতা -শেখ মেহেদী হাসান নিয়াজ জানান, মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষে আবর্জনা স্তপ অপসারন ও পরিষ্কার করা হয়েছে। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানসহ বিএনপির নেতা কর্মীদের নামে হাসিনার সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলা দায়ের করেছিল। সেই মামলা থেকে সবাই খালাস পেয়েছেন তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসৃচি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের অর্ধশত নেতা কর্মী। মাদারীপুর সরকারি কলেজ ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানায়িছে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।
Leave a Reply