আবু সালেহ রওসাদ,স্টাফ করেসপন্ডেন্টঃ
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডন প্রবাসী মোঃ বাদল কাজী (৪৮) নামের একজন মৃত্যুবরন করেন।
রবিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় সন্ধা ৬ টায় (বাংলাদেশ সময় রাত ১১ টা) দিকে তিনি চিকিৎসাধিন অবস্থায় লন্ডনের কিং জর্জ হসপিটালে মারা যান।মৃত্যৃ বাদাল কাজী লন্ডনের একটি প্রইভেট কোম্পানিতে রিসিপসনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
তার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার । এ ছাড়াও তিনি শিবচর উপজেলার লন্ডন প্রবাসী ব্যারিস্টার জনাব হাফিজুর রহমান চৌধুরির ভগ্নিপতি।
লন্ডন প্রবাসী শিবচরের বন্দরখোলা এলাকার এইচ এম সোহেল বেপারি জানান, বাদল কাজী দীর্ঘদিন ইতালিতে কর্মরত ছিলেন। গত আড়াই বছর যাবৎ তিনি স্ত্রী মেয়ে নিয়ে ইস্ট লন্ডনে বসবাস করতেন। বর্তমানে তার একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। তার ছেলেটি বর্তমানে ইতালি রয়েছেন।
Leave a Reply