মাদারীপুর প্রতিনিধি:
প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ছুটে আসছে মানুষ। তাই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। পরিবারের সঙ্গে ঈদ করতে ব্যস্ততম শহর থেকে মানুষ শেকড়ের টানে বাড়ির পথে রওনা হয়েছেন। এতে দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বৃদ্ধি পেলেও কোথাও কোনো ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।
শুক্রবার ভোর থেকে শুরু হয়ে শনিবারও চলছে।প্রতিদিন ভোর থেকে শুরু করে দিন বাড়ার সাথে সাথেই এ চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে রাজধানী থেকে ছেড়ে আসা বিভিন্ন গনপরিবহনে ভাড়া বৃদ্ধির বিষয়টি অভিযোগ করেছে যাত্রীরা।এছাড়া মাদারীপুরে বিভিন্ন আঞ্চলিক সড়কে চলাচল করা নসিমন,ইজিবাইক টেম্পু ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও বৃদ্ধি পেয়েছে।
গত দুই দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়কে মাদারীপুর জেলার শিবচরের পাচ্চর, বন্দরখোলা ও সুর্যনগর বাসস্টান্ড ঘুরে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ঢাকা থেকে ভাঙ্গাগামী অনেক বাস যাত্রী নামিয়ে আবার যাত্রী ছাড়াই দ্রুত ঢাকার দিকে চলে যেতে দেখা গেছে।
খোকন নামে ঢাকা থেকে শিবচরের পাচ্চর বাস স্টান্ডে আসা এক যাত্রী বলেন আগে ২ শত টাকা ভাড়া ছিলো এখন সেই ভাড়া ৪ শত করেছেন।আবার বাসে দাড়িয়ে যাত্রী আনা নেওয়া করছে।
হেদায়েতুল ইসলাম নামে শিবচরে আসা এক যাত্রী বলেন,আমি ঢাকার কেরানীগঞ্জ থেকে পাচ্চর এসেছি। আমার কাছে থেকে ৩ শত টাকা ভাড়া বাবদ নিছে।আগে এই ভাড়া ১৫০ থেকে ২০০ ছিলো।
পাচ্চর থেকে মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর রোডে সিএনজি অটোরিকশা চালক কাবুল হোসেন বলেন,ঈদের সময় এমনি একটু ভাড়া বাড়ে তবে। যাওয়ার পথে যাত্রী থাকলেও ফেরার পথে যাত্রী পাওয়া যায়না।
ভাড়া বৃদ্ধির বিষয় ঢাকা থেকে দক্ষিণবঙ্গগামী একাধিক পরিবহনের চালকদের সাথে কথা বলতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হননি।
শিবচর হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শাকিল আহম্মেদ জানান, সরকারি অফিস আদালতে ছুটি শুরু হওয়ায় গত ২ দিন থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে মহাসড়কে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে দক্ষিণাঞ্চলের মানুষেরা যে যেভাবে পারছে বাড়ি ফিরছেন। শনিবার ও রবিবার এই চাপ অব্যাহত থাকবে। তবে মহাসড়কে কোনো যানজট নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে পুলিশ।
Leave a Reply