বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন মাদারীপুরের শিবচর থানা পুলিশ।
শনিবার (২১ মার্চ) সরেজমিনে শিবচর থানায় গিয়ে দেখা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদে থাকার করণীয় সম্পর্কে বিশেষ পরামর্শ সংবলিত ফেস্টুন থানায় টানিয়ে দেয়াসহ হাত ধোয়ার জন্য সাবান পানির বেসিন বসানো হয়েছে।
সেখানে আরো দেখাযায় থানার মূল ভবনে প্রবেশের আগে দেয়ালের সাথে পানির লাইনসহ বেসিন লাগানো হয়েছে । এখানে লেখা রয়েছে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হউন হাত ধুয়ে থানায় প্রবেশ করুন। সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করা বাধ্যতামূলক করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসলে যে ভাবে করোনা ছড়িয়ে পড়ছে তাতে করে আমাদের সকলের সচেতন হওয়া প্রয়োজন। থানায় সেবা দিতে আসা ব্যক্তিদের ও থানায় কর্মরত পুলিশ সদস্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত রাখার জন্য সাবান পানিতে হাত পরিস্কারের ব্যবস্থা করা হয়েছে।
মোঃ রফিকুল ইসলাম
Leave a Reply