শিমুল চারঘাটের নিমপাড়া ইউনিয়নের জোতকার্ত্তিক গ্রামের ইমরান আলীর একমাত্র ছেলে। পড়াশুনায় মেধাবী বলে জানিয়েছেন এলাকাবাসী। সে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। প্রায় আড়াই মাস ধরে অসুস্থ। বর্তমানে শিমুল ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।
শিমুলের বাবা একজন মুদি দোকানদার। মাসিক আয় মাত্র ৬ হাজার টাকা। সামান্য কিছু জমি ছিল, সেটাও বিক্রি করে দিয়েছেন ছেলেকে বাঁচানোর জন্য। বর্তমানে ছেলের চিকিৎসা করানোর সামর্থ নেই এই অসহায় পিতার।
জানা গেছে, শিমুলের চিকিৎসার জন্য ইতোমধ্যে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়ে গেছে। স্বজনদের থেকে নিয়ে টাকা জোগাড় করা হয়েছিল। এখন তার কিছুই আর অবশিষ্ট না থাকায় বিত্তবানসহ সকল মানুষের দারস্থ হয়েছেন কলেজছাত্র শিমুলের পরিবার।
শিমুলের শরীরের বোনমেরু প্রতিস্থাপন করতে হবে। এজন্য ৪০ থেকে ৪৫ লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। সবার সহযোগিতা পেলেই শিমুলের পরিবারের মাঝে ফিরে আসা সম্ভব।
সাহায্য পাঠানোর ঠিকানা : ইমরান আলী, হিসাব নম্বর ০২০০০১৪৯২১৩১৪, অগ্রণী ব্যাংক, চারঘাট শাখা, রাজশাহী। বিকাশ নম্বর ০১৭৭০ ৩৬৪০৩৬।
Leave a Reply