ডেস্ক রিপোর্ট
শিবচর পৌরসভার নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে পৌরসভার আরো ৫ কাউন্সিলর প্রার্থীর ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী খানম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আজ বিকাল থেকে রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা নির্বাচনের আচরনবিধি তোয়াক্কা না করে তারা নির্বাচনী এলাকায় সুসজ্জিতভাবে লোকজন নিয়ে রানা করা খাবার পরিবেশন করেন ও নিয়ম না মেনে জনসমাগম করে ভোটারদের বাড়ি গমন করেন।এসময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী খানম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে জরিমানা করেন।
এসময় পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথী এমদাদ হোসেন শিকদার নিজ বাড়িতে অতিরিক্ত লোকজন জড়ো করে রান্না করা খাবার পরিবেশনের দায়ে ৩ হাজার টাকা,৭ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী নোয়াব বেপারী নিজ বাড়িতে অতিরিক্ত লোকজন জড়ো করে রান্না করা খাবার পরিবেশনের দায়ে ৩ হাজার টাকা হাজার টাকা জরিমানা করেন।এছাড়া ৯ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী গোলাম মোস্তফার এক সমর্থকে অতিরিক্ত লোকজন জড়ো করে ভোট চাওয়ার অভিযোগে ৩ হাজার টাকা,৯ নং ওয়ার্ড আরো এক প্রার্থী সৈয়দ স্যালোয়ার হোসেনের এক সমর্থকে অতিরিক্ত লোকজন জড়ো করে ভোট চাওয়ার অভিযোগে ৩ হাজার টাকা ও ৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী রাসেল খানের এক সমর্থকে অতিরিক্ত লোকজন জড়ো করে ভোট চাওয়ার অভিযোগে ৪ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী খানম বলেন” কোন প্রার্থী নির্বাচনে আচরণ ভঙ্গ করতে পারবে না।যারা আচরনবিধি ভঙ্গ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
এবারের পৌরসভার নির্বাচনটি যে ভাবে সুষ্ঠু করা যায় তার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি’
Leave a Reply