মোঃ সিহাবউদ্দিন,
উপজেলা করেসপন্ডেন্ট, শিবচর নিউজ২৪.
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান এর ব্যাক্তিগত ফেসবুক আইডির ছবি ও নাম ব্যবহার করে একটি ভূয়া ফেসবুক আইডি তৈরি করে কে বা কাহারা বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে।
তবে এই ভূয়া আইডির ফ্রেন্ড রিকোয়েস্ট ও ম্যাসেজে বিভ্রান্ত না হওয়ার জন্য ইউএনও সকলকে অনুরোধ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান শিবচরনিউজ২৪. কমকে বলেন, গত কয়েকদিন ধরে ব্যাক্তিগত ফেসবুক আইডি Ahmed Sumon এর প্রোফাইল ছবি ব্যবহার করে ফেসবুকে কে বা কাহারা @Sumon Ahmed(uno shibchor) নামে একটি ভূয়া আইডি খুলেছে। ওই ভূয়া আইডি থেকে বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট ও ম্যাসেঞ্জারে ম্যাসেজ পাঠানো হচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্টের মাধমে সকলকে অনুরোধ করেছেন। Ahmed Sumon আইডি ছাড়া তার অন্য কোন ফেসবুক আইডি নেই বলেও তিনি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন,আমি অসুস্থ।আগামী রবিবার এ বিষয়ে আইন সৃঙ্খলাবাহিনী জানানো হবে।
Leave a Reply