শিবচরনিউজ ২৪.কম ডেস্ক
মাদারীপুরের শিবচরে মহামারী করোনাভাইরাস ও বন্যার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যেগে শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নে সংস্থার ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না’র নিজ নিজ এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ প্যাকেট সেমাই চিনি ও গুড়া দুধ সম্বলিত একটি করে প্যাকেট বিতরণ করেন সংস্থার ভাইস- চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না।
এ সময় শাহাদাৎ হোসেন মুন্না বলেন, ভয়াবহ বন্যার কারণে মানুষের বাড়িঘর ও ফসল ডুবে গিয়ে এসব মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছে। “একদিকে মহামারী করোনা আবার বন্যা” এ যেন “মরার উপর খড়ার ঘা”। সরকার বা কারো একার পক্ষে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। দেশের এ ক্রান্তিকালে সরাকারের পাশাপাশি সমাজে বিত্তবানসহ বিভিন্ন সংগঠনকে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়ানোর আহবান করেন তিনি।
Leave a Reply