উৎরাইল হাট ব্যুরো, শিবচরনিউজ২৪.
শিবচরের প্রত্যন্ত এলাকায় অবস্থিত মাদ্রাসার হেফ্জখানায় কোরআন শরীফ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশ্রয়’।
শনিবার(৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াবাজারে অাশ্রয়ের অফিস কক্ষে কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় ৪ টি এতিমখানাতে ২শত কেজি চাল দেয়া হয়। উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত কওমী মাদ্রাসার হেফ্জখানার জন্য চাহিদা অনুযায়ী ১০ থেকে ২০ কপি করে কোরআন দেয়া হয়। ১৫ টি মাদ্রাসার জন্য ১শত ৮০ কপি কোরআন শরীফ দিচ্ছে সংগঠনটি।
জানা গেছে, স্থানীয় যুবকদের উদ্যোগে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠনটি গত তিন বছর ধরে সামাজিক বিভিন্ন কাজ করে যাচ্ছে। সদস্য ও শুভাকাঙ্খীদের আর্থিক সহায়তা নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি। এর ধারাবাহিকতায় স্থানীয় মাদ্রাসার হেফ্জখানার ছাত্রদের জন্য কোরআন শরীফ ও এতিমখানার জন্য চাল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।
আশ্রয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সভাপতি ফররুখ হাওলাদার বলেন,’সামাজিক ভালো ভালো কাজের ধারাবাহিকতা অনুযায়ী আমরা গ্রাম পর্যায়ের মাদ্রাসাগুলোর হেফ্জখানার ছাত্রদের এবার কোরআন শরীফ দিয়েছি। ৪ টি এতিমখানায় ২শত কেজি চালও দেয়া হয়েছে।’
Leave a Reply